যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৪২
যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদোন্নতি দেয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিশু বিশেষজ্ঞরা। গতকাল স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ন্যায্য পদোন্নতি দাবি করে বলেন, বর্তমান পদোন্নতিজটে আটকে আছেন অনেক যোগ্য পেডিয়াট্রিকস ও সাব-স্পেশালিটি চিকিৎসকরা। পেডিয়াট্রিকস (শিশু) জুনিয়র কনসালট্যান্ট, সিনিয়র কনসালট্যান্ট, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক পদে, মেডিসিন, সার্জারি ও গাইনি অ্যান্ড অবস চিকিৎসকদের সাথে সমতা আনতে শিশু বিশেষজ্ঞদের ওএসডি এটাচমেন্ট অথবা ইনসিটু পদোন্নতির প্রয়োজন। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে বর্তমানে ২১৪ জন জেনারেল পেডিয়াট্রিকস ও সাব-স্পেশালিটি শিশু চিকিৎসক পদোন্নতিযোগ্য হয়েও দীর্ঘ দিন বঞ্চিত আছেন। তাদের ১০৮ জনের পদোন্নতি হলেও বেতন স্কেলের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। কারণ তারা এখন চতুর্থ গ্রেডেই বেতন পাচ্ছেন। ষষ্ঠ গ্রেড ও তদূর্ধ বেতনপ্রাপ্ত ৩২২ জন এবং যোগ্যতাসম্পন্ন ১৮৭ জন মিলে মোট ৫০৯ জন সহকারী অধাপক পদোন্নতিযোগ্য শিশু চিকিৎসক আছেন। সব মিলিয়ে ৩৩২ জনকে পদোন্নতি দেয়া হলে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দ দিতে হবে না। এ ছাড়া নবম গ্রেডের ৫০০ শিশু বিশেষজ্ঞ পদোন্নতির সব শর্ত পূরণ করার পরেও দীর্ঘ দিন অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে প্রত্যন্ত এলাকায় মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত আছেন, যারা জুনিয়র কনসালট্যান্ট পদে পদোন্নতি পাওয়ার যোগ্য।
শিশু বিশেষজ্ঞরা বলেন, এই সমস্যার সমাধান না করলে, নিকট ভবিষ্যতে অপূরণীয় ক্ষতি হবে। এতে দেশের কোটি কোটি শিশু স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে, বাড়বে শিশুমৃত্যু, যা দেশকে পিছিয়ে নিয়ে যাবে। জনসংখ্যার ৪৫ শতাংশ শিশু হলেও সরকারি হাসপাতালে এদের জন্য শয্যার সংখ্যা মাত্র ১৩ শতাংশ। সংবাদ সম্মেলনে শিশু চিকিৎসকরা দাবি করেন, প্রতিটি সরকারি হাসপাতালে শিশু রোগীর সংখ্যা অনুপাতে হাসপাতালে বিছানার সংখ্যা বর্ধিতকরণ ও চিকিৎসকদের জন্য নতুন পদ তৈরি এবং ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষকদের পদ তৈরি এবং পরবর্তী সময়ে ইনসিটু পদোন্নতি প্রদানকারী চিকিৎসকদের সৃজনকৃত পদে আত্তীকরণ করতে হবে। একই সাথে ঢাকায় একটি আন্তর্জাতিক মানের সরকারি বিশেষায়িত ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব চাইল্ডহেলথ’ স্থাপন করার দাবি জানিয়েছেন তারা, যেখানে শিশু মেডিসিন, সাব-স্পেশালিটি ও সার্জারির সমন্বিত চিকিৎসার ব্যবস্থা থাকবে এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা কার্যক্রম শুরু করতে হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- অধ্যাপক মেজবাহ উদ্দিন আহম্মেদ, ডা: মো: বেলায়েত হোসেন ঢালী প্রমুখ।