১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১, ১৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মহাকাশ অনুসন্ধান শিক্ষায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র

-

যুক্তরাষ্ট্র আগামীর নেতৃত্বকে অনুপ্রাণিত করতে মহাকাশ অনুসন্ধান ও স্টেম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল মার্কিন দূতাবাসের এক বার্তায় এ কথা উল্লেখ করে বলা হয়েছে, নাসার নভোচারী কার্যালয়ের প্রধান জোসেফ এম আকাবা ঢাকায় এক অনুপ্রেরণামূলক ঐতিহাসিক সফর শেষ করেছেন, যা বাংলাদেশের তরুণ বয়সীদের মধ্যে মহাকাশ রোবোটিক্স ও স্টেম নিয়ে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণমূলক সেশন থেকে শুরু করে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের প্রতিযোগীদের সাথে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে তিনি মহাকাশের ব্যাপারে অগ্রপথিক হতে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এটি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরি করেছে।
এই সফরে জোসেফ এম আকাবা তরুণ সমাজ, সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের সাথে মতবিনিময় করেছেন। আকাবা বিভিন্ন গণমাধ্যম সাক্ষাৎকারে অংশ নিয়ে বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং আর্টেমিস অ্যাকর্ডের মাধ্যমে বাংলাদেশ কিভাবে মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তিগত উদ্ভাবনে অংশীদারিত্ব গড়ে তুলতে পারে, তার ওপর আলোকপাত করেছেন। তিনি বলেছেন, আর্টেমিস অ্যাকর্ড মহাকাশে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার নীতিকে উৎসাহিত করে। এটি বাংলাদেশ ও নাসার মধ্যে মহাকাশ ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়তা করবে।
একজন অভিজ্ঞ মহাকাশচারী হিসেবে আকাবা তিনটি অভিযানে অংশ নিয়ে মহাকাশে ৩০৬ দিনেরও বেশি সময় অতিবাহিত করেছেন। এই সময়ে তিনি মহাকাশে গবেষণা পরিচালনা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক কার্যক্রম সম্পাদন করেছেন।


আরো সংবাদ



premium cement
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিল শেখ হাসিনা-রেহানা পরিবারের দুর্নীতির অনুসন্ধানে দুদক দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে ড. ইউনূসের ভূমিকার প্রশংসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা কাগজ সঙ্কটে বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ আব্বাস আলী খান তাকওয়ার জীবনযাপনে ছিলেন সচেতন : ডা: শফিক আশা করতে পারেন ২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন গাজা ও পশ্চিমতীরে ১৩ হাজার শিক্ষার্থী হত্যা স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও লেজ রয়ে গেছে : তারেক সুষ্ঠু নির্বাচন নিয়ে সঙ্কটের উত্তরণ বলছে বিএনপি নির্বাচনে প্রস্তুত ইসি, ব্যালটেই হবে ভোট

সকল