মুগদায় প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রাজধানীর মুগদার মান্ডা সওদাগর মসজিদ এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোশারফ হোসেন তালুকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গত সোমবার রাতে মান্ডা সওদাগর মসজিদের পাশে প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের ভাতিজা জাহিদ জানান, তার চাচা ফেরি করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন। সোমবার রাতে ফুটপাতে খেলনা বিক্রির সময় একটি প্রাইভেট কার চাচাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
তিনি আরো জানান, নিহত মোশারফ হোসেনের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি গ্রামে। তিনি ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ মান্ডা কদমআলী ঝিলপাড় এলাকায় মেয়ের সাথে ভাড়া বাসায় থাকতেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা