ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন শিগগিরই শুরু হবে : পুতিন
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:২০
রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন বলেছেন, ওরেশনিক মধ্যবর্তী-পাল্লার ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন শিগগিরই শুরু হবে। ‘আপনি জানেন যে ওরেশনিক মধ্যবর্তী-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার নতুন শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে। এটি আমাদের দেশের ভূখণ্ডে হামলার প্রতিক্রিয়ায় নভেম্বর মাসে সফলভাবে ব্যবহার করা হয়েছিল- একটি অপারমাণবিক হাইপারসনিক পেলোডসহ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল,’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভায় বক্তব্য রেখে রুশ নেতা বলেন, ‘রাশিয়া এবং তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের সিস্টেমের ধারাবাহিক উৎপাদন শিগগিরই শুরু হওয়ার কথা।’ তাস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা