নৈতিক ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আদর্শ শিক্ষক তৈরি সম্ভব : প্রফেসর কোরবান আলী
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৯
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এম কোরবান আলী বলেছেন, নৈতিক ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে আদর্শ শিক্ষক তৈরি সম্ভব। মৌলিক দু’টি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষক হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। এক. আদর্শিক নৈতিক প্রশিক্ষণ এবং দুই. পেশাগত পাঠদান পদ্ধতির প্রশিক্ষণ। আমরা লক্ষ্য করেছি আদর্শিক ও নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে পরিপূর্ণরূপে প্রস্তুত করতে না পারলে অনেক বড় বড় ব্যক্তিত্বও অনেক বড় ভুল করে থাকেন।
গত রোববার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রধান ক্যাম্পাসে আয়োজিত ‘শিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামসুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর মো: মাহমুদুল হক। ‘শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান পদ্ধতি’ বিষয়ের ওপর আলোচনা করেন মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসাইন শেখ, অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ, মুফতি মহিউদ্দিন, মিজানুর রশিদ, মাকসুদুর রহমান মজুমদার, মাওলানা আব্দুল মালেক প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা