১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে ‘ছিনতাইকারী’ সন্দেহে গণপিটুনি

যুবকের মৃত্যু
-

রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়। বাংলা নিউজ।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত পাল জানান, সন্ধ্যায় খবর পাই, গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে ধরে গণপিটুনি দেয়া হয়েছে। পরে আহাদ পুলিশ বক্সের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত ওই যুবকের নাম, পরিচয় জানা যায়নি। পরনে রয়েছে জিন্স প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 


আরো সংবাদ



premium cement