১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাকিবের বোলিং নিষিদ্ধ

-

বাংলাদেশী অল রাউন্ডার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রথমে সন্দেহ হয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের। পরে গত শুক্রবার তারা জানায় ইসিবি আয়োজিত কোনো আসরেই বোলিং করতে পারবেন না এই স্পিনার। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিষিদ্ধ করেছে বাঁহাতি এই অলরাউন্ডারের বোলিং। গতকাল বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বোলিং অ্যাকশন শুধরানো না পর্যন্ত ঘরোয়া ও আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় বোলিং নিষিদ্ধ থাকবে সাকিবের। উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ইংল্যান্ড গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে আসেন সাকিব। ১০ ডিসেম্বর প্রকাশিত সেই ফলে মেলে হতাশার খবর। অ্যাকশন উতরাতে পারেনি সেই মেডিক্যাল টেস্টে। এরপরই ইসিবির সেই নিষেধাজ্ঞা। তবে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে বাধা নেই তার। সাধারণত মেডিক্যাল টেস্টের পর কোনো একটি ক্রিকেট বোর্ড কোনো ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিষিদ্ধ করলে তখন তা স্বাভাবিক ভাবেই অন্যসব দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিষিদ্ধ হয়ে যায়।


আরো সংবাদ



premium cement