১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

বিভিন্ন স্থানে ১২ জন নিহত

-


পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আমতলী (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম নিহত ও শিশু পুত্র কন্যাসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা বেগমের বাড়ি যশোরের পুলিশ লাইন কালীখোলা গ্রামে। তার স্বামীর নাম মামুনুর রশিদ। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুরভী পরিবহনে মামুনুর রশিদ স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে কুয়াকাটার যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সাতজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা: মনিরুজ্জামান রিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অপর আহতরা হলেন- নিহতের মেয়ে মালিহা (৬) আড়াই বছরের শিশুপুত্র রায়হান, কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭) সানজিদা (২৩) ও মাগুরা শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সঙ্কটজনক অবস্থায় বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, যশোর-চুকনগর সড়কের মনিরামপুর চালকিডাঙ্গা বাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন হতাহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন। মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান ঘটনাস্থল থেকে হাফিজুর রহমান (৫০) ও আশাবুল ইসলাম (১৭) নামে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইমন (২০) নামে একজনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হাফিজুর রহমান যশোর সদরের খড়কি এলাকার মুনছুর আলি ছেলে এবং আশাবুল মনিরামপুরের হরেরগাতী গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে।

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, রৌমারীতে বাড়ি যাওয়ার সময় ট্রাকের আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সাবেক ঠিকাদার মোয়াজ্জেম হোসেন (৭৭) উপজেলার নতুনবন্দর গ্রামের মৃতু বখতিয়ার হোসাইনের ছেলে। তার বর্তমানের বাড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন। রোববার বেলা সোয়া ১১টায় উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন ডিসি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানা ওসি লুৎফর রহমান জানান, বেলা সোয়া ১১টায় সোনালী ব্যাংকসংলগ্ন ডিসি রাস্তায় ট্রাকের আঘাতে মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালক রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া গ্রামের সাদেক মণ্ডলের ছেলে হান্নান আলীকে (৪২) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির সৌহার্দ্য পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকে মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে জানায়। আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর বাসটি টার্মিনালে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে।মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজির ধাক্কায় আব্দুল মছব্বির (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার শমশেরনগর ইউনিয়ন রাধানগর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল মছব্বির শনিবার রাতে টমটমে শমশেরনগর থেকে বাড়ি যাচ্ছিলেন। মোকামবাজার এলাকায় গিয়ে তিনি টমটম থেকে নেমে একটি দোকানে কেনাকাটা করেন। সেখান থেকে টমটমে উঠার আগেই রাস্তায় পেছন থেকে একটি সিএনজি উনাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পর রাতেই আব্দুল মছব্বিরের মৃত্যু হয়।

চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাক চাপায় রাহুল নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জিহাদুল ইসলাম রাহুল (১৭) উপজেলার দক্ষিণ দশঘরিয়া গ্রামের মোল্লা বাড়ির নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। রোববার উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেলে চাটখিল বাজারের দিকে যাচ্ছিল। তারা ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে দুইজনই সড়কে ছিটকে পড়লে গরু বোঝাই ট্রাকটি রাহুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে সিএনজিচালক আলমগীর হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ৩ জন আহত হয়েছেন। তাদের ভালুকা সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ভালুকাগামী ট্রাকের সাথে বিপরীতগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজিচালক উপজেলার বিরুনীয় গ্রামের আলমগীর হোসেন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করার পর দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দশজন। রোববার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলকরা ইউনিয়নের সাতচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের সুপারভাইজার কুমিল্লার জেলার ব্রাক্ষণপাড়া থানার রামনগর গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস, যাত্রী মুরাদনগর থানার রামচন্দ্রপুর কদমতলী গ্রামের মৃত মদন মিয়ার ছেলে নাসির মিয়া ও হেলপার শিবানীপুর গ্রামের মোস্তফা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে হানিফ পরিবহনের বাস (ঢাকামেট্রো-ব-১৩-২৩০০) যাত্রা শুরু করে। বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার শেষে ফেনী ও চৌদ্দগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে বাসের সুপারভাইজার শ্যামল চন্দ্র দাস, হেলপার মোস্তফা ও যাত্রী নাসির মিয়াসহ ৩ জন নিহত হন। আহত হন অন্তত ১০ জন।

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, ঝালকাঠির রাজাপুরে রাস্তা পারাপারের সময় ইজিবাইক চাপায় এগারো বছর বয়সী শিশু মাদরাসাছাত্র সোলায়মান হোসেন নিহত হয়েছে। রোববার দুপুরে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া কৃষি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর ইন্দপাশা গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং বাঘড়ি বাজার জামে মসজিদ সংলগ্ন হাফিজি মাদরাসার ছাত্র। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মাদরাসা ছুটির পর শিশুটির ভগ্নিপতির সাথে ঘুরতে গিয়ে গালুয়া বাজারের রাস্তা পারাপাড় জন্য দৌড় দিলে একটি ইজিবাইক তাকে চাপা দেয়। পরে ওই ইজিবাইকেই তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 


আরো সংবাদ



premium cement

সকল