১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বায়তুশ শরফের ইসলামী গবেষণা কেন্দ্রে সেমিনার

-

দেশ ও জাতিকে নিজস্ব জাতিসত্তার ওপর প্রতিষ্ঠিত রাখা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার জন্য সর্বস্তরে ইসলামী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই। দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, বাদবাকিরাও তাদের নিজস্ব ধর্মে বিশ্বাসী ও ধার্মিক। কাজেই দেশবাসীর ইতিহাস, ঐতিহ্য ও জীবনবোধের আলোকে সর্বস্তরের শিক্ষাব্যবস্থাকে ধর্মীয় চিন্তাধারার আলোকে সাজানো দেশের গণমানুষের দাবি। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত চলমান সংস্কারপ্রক্রিয়ায় সর্বাগ্রে এই দাবি পূরণ করা।
গতকাল রাজধানীর ফার্মগেটে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে আয়োজিত সেমিনারে আলোচকরা এমন অভিমত ব্যক্ত করেন। সর্বস্তরে ইসলামী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের প্রস্তাবনা শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আবদুল হাই নদভী। প্রধান অতিথি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল মালেক মোল্লা।

বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদীর সূচনা বক্তব্য ও সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন এইউবির ফ্যাকাল্টি মেম্বার ও বিআইটির রিসার্চ ফেলো ড. মুহাম্মদ ইব্রাহীম খলিল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ খায়রুল ইসলাম, মুহাম্মদপুর গাউছিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলানা জাফর আহমদ ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ঢাকা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement