বিজয়ের ইতিহাস আজো চেপে রাখা হয়েছে : বাংলাদেশ মুসলিম লীগ
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বুদ্ধিজীবী হত্যা ও বিজয় দিবস উপলক্ষে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বাংলাদেশ মুসলিম লীগের নেতারা বলেন, বাংলাদেশের বিজয়ের সঠিক ইতিহাস আজো চেপে রাখা হয়েছে। তারা আরও বলেন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে স্বীকৃতি দেয়ার পর সাবেক পূর্বপাকিস্তান প্রদেশের সমুদয় সম্পদ বাংলাদেশের মালিকানায় প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৬ ডিসেম্বর এর পর থেকে জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশের সম্পদসহ পাকিস্তান সেনাবাহিনীর পরিত্যক্ত সব অস্ত্র ও গোলাবারুদ এবং সেনানিবাস থেকে আসবাবপত্র ভারতীয় সেনাবাহিনী লুণ্ঠন করে নিয়ে গেছে। তৎকালীন অর্থের মূল্যে লুণ্ঠনের পরিমাণ ছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা।
নেতৃবৃন্দ বলেন, ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করা নিয়ে পাকিস্তান সেনাবাহিনী যখন ব্যতিব্যস্ত ঠিক দুইদিন পূর্বে ১৪ ডিসেম্বর ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থা কর্তৃক পূর্ব থেকে প্রস্তুত করা তালিকা ধরে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় যেন ভবিষ্যতে মেধার ক্ষেত্রেও ভারত তাদের আধিপত্য ও কর্তৃত্ব বাংলাদেশের ওপর জারি রাখতে পারে। মুসলিম লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্ত দাবি করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, প্রধান বক্তা ছিলেন দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের। আলোচনায় অংশ নেন সহসভাপতি এডভোকেট আফতাব হোসেন মোল্লা ও মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, প্রকাশনা সম্পাদক আবদুল আলিমসহ দলীয় নেতাগণ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা