শিশু অধিকার নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৬
বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএফ) ও ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (এফসিএইচডি) যৌথ উদ্যোগে শিশু অধিকার এবং কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালের বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে দুই ব্যাচে ৬০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেছে।
গতকাল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফসিএইচডি-এর নির্বাহী পরিচালক ডক্টর সুলতান মুহাম্মদ রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএসএফের নির্বাহী সদস্য ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন- নুসরাত সুলতানা আফরোজ, সদস্য বিএসএএফ এবং এক্সিকিউটিভ চেয়ারপারসন, ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট (ওআইডব্লিউডিআরসি)। দিনব্যাপী প্রশিক্ষণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন আব্দুল মোমিন।
অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের শিশুদের একটি বিরাট অংশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বর্তমানে এই দেশে শিশুশ্রমের শিকার প্রায় ৩.২ মিলিয়ন শিশু। যদিও আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর, তবুও শিশুবিয়ে এখনও প্রচলিত, যেখানে প্রায় ৫১% মেয়েদের ১৮ বছর হওয়ার আগে বিয়ে হয়। শিক্ষাবঞ্চিত বহু শিশু রয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে, যেখানে দারিদ্র্য এবং সামাজিক বাধার কারণে স্কুলে যাওয়া সম্ভব হয় না।
উল্লেখযোগ্য যে, এই প্রকল্পের মাধ্যমে বিএসএএফ এবং এফসিএইচডি যৌথ উদ্যোগে ২০টি কর্মশালার মাধ্যমে ৬০০ জন কিশোর-কিশোরীকে শিশু অধিকার সম্পর্কিত সাতটি অধিকার, পাঁচটি মৌলিক অধিকার এবং শিশু অধিকার প্রচারে কিশোর-কিশোরীদের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করছে। বিজ্ঞপ্তি।