সিদ্ধিরগঞ্জে জিএম কাদের-শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২২
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আরিফ মিয়া নামের এক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনায় জাপা চেয়ারম্যান জিএম কাদের, শামীম ওসমানসহ ১৪৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাচেষ্টার মামলা হয়েছে। মামলায় ৪০০-৫০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।
শনিবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক আমরা মামলাটি রুজু করেছি।
ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালত মামলার জন্য আবেদন করলে শুক্রবার রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা মামলাটি রুজু করা হয়।
এই মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন, জাপা মহাসচিব মো: মজিবুল হক চুন্নু (৬০), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৭০), নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিব হাসান মাহমুদ মানু (৫৫)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।