১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাবি শিক্ষক সমিতির কার্যালয়ে ভাঙচুর

-

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে একদল শিক্ষার্থী এ ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় ক্লাবের দায়িত্বরত এক কর্মচারী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি পড়ে রয়েছে। ফুল ও অন্যান্য ছোটখাটো জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকদের নামফলক থেকে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁঁইয়া ও অধ্যাপক ড. জিনাত হুদার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ক্লাবের দায়িত্বরত এক কর্মচারী নয়া দিগন্তকে বলেন, রাত সোয়া ৯টায় ১০-১২ জন সেখানে এসেছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না নিশ্চিত করে বলতে পারব না। তবে সিসি ক্যামেরা দেখে তাদেরকে চিহ্নিত করা সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক বলেন, বেশ কয়েকজন আমাদের অফিস ভাঙচুর করেছে। তারা আমাদের গালিগালাজ করেছে, দরজায় লাথি মেরেছে। অফিসের ম্যানেজারকে মারতে পর্যন্ত গিয়েছে। এটা শিক্ষকদের অবমাননা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ৫৩ বছরের ইতিহাসে এ রকম ঘটনা ঘটেনি।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ খান, সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামসহ আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এ সময় ভিসি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আমাদেরকে বলার সাথে সাথে আমরা প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। আমি ছাত্রদেরকে বলতে চাই, আমাদের ছাত্র-জনতার যুক্তিসঙ্গত কারণেই ক্ষোভ আছে। কিন্তু সেই ক্ষোভের যেন অনিয়ন্ত্রিত বহিঃপ্রকাশ না হয়। একটা পদ্ধতিগত বা আইনগতভাবেই আমাদের যেটা করার ওইভাবেই আমরা করব। অনিয়ন্ত্রিতভাবে যেন বহিঃপ্রকাশ না ঘটে।

 


আরো সংবাদ



premium cement