ফুটপাতে নবজাতকের লাশ, টানাহ্যাঁচড়া করছিল কুকুর
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২১
মাত্র একদিন বয়সী এক ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগা ওই নবজাতককে কে বা কারা একটি পলিথিন মোড়ানো অবস্থায় ফুটপাতে ফেলে যায়। একটি কুকুর সেটি টানাহ্যাঁচড়া করছিল। প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দিলে, পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার দুপুরে ঘটনাটি ঘটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে ফুটপাতে।
শাহবাগ থানার এসআই মহিদুল ইসলাম বলেন, কে বা কারা ওই নবজাতককে ফুটপাতে ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করছি। কয়েকজনকে জিজ্ঞেস করে এ বিষয়ে কিছু জানা যায়নি।