১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজশাহীতে সারজিস আলম

আর কোনো শহীদের লাশ উত্তোলন করতে দেয়া হবে না

-

জুলাই শহীদ স্মৃৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শেখ মুজিবুর রহমান হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন কবর থেকে তুলতে হবে? তাই আর কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না। গতকাল বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মধ্যে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, শহীদদের হত্যা মামলাগুলোতে বিচারকার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।
প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ টেনে সারজিস বলেন, ‘আপনাদের সাথে আমাদের সম্পর্ক কী হবে সেটা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। শেখ হাসিনা এতগুলো মানুষকে খুন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা বিতাড়িত হয়েছে, তাকে আপনারা (ভারত) আশ্রয় দিয়েছেন। যদি এ বাংলাদেশের সাথে আপনারা সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এ বাংলাদেশের মানুষ করবে।
উপস্থিত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে সারজিস বলেন, যতদিন এ বাংলাদেশ আছে, যতদিন আপনারা আছেন এ ফাউন্ডেশন তার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকবে। আজকের এ পদক্ষেপ শুধু শুরু।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, আমরা বীর শহীদদের তাদের আত্মত্যাগের বিনিময়ে কিছুই হয়তো দিতে পারব না। কিন্তু তাদের রেখে যাওয়া পরিবারের পাশে থাকব। শহীদ পরিবারের মাঝে সুষ্ঠুভাবে অনুদান বা বৃত্তি বিতরণ এবং শহীদ পরিবারের শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের পবিত্র দায়িত্ব। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে চেক দেয়া হয়।
এ সময় অন্যদের মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কবৃন্দ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement