সিরিয়ায় গম রফতানি স্থগিত রাশিয়ার
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:২১
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটিতে গম রফতানি স্থগিত করেছে রাশিয়া। মস্কো এমন এক সময় এ সিদ্ধান্তের কথা জানালো যখন রাশিয়া থেকে ছেড়ে আসা দুইটি গম বোঝাই জাহাজ এখনো সিরিয়ার গন্তব্যে পৌঁছেনি। রাশিয়া হচ্ছে বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ। সিরিয়ায় তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও আসাদ আমলে শস্য রফতানি অব্যাহত রেখেছিল। রয়টার্স।
রাশিয়ার সরকারি একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, সিরিয়ায় সরবরাহ স্থগিত করা হয়েছে। কারণ দামেস্কের পক্ষে কারা আমদানি কার্যক্রম পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে কেউ গম রফতানি করার সাহস দেখাবে না। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার এরই মধ্যে রাশিয়ায় আশ্রয় পেয়েছেন। মধ্যপ্রাচ্যে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন দীর্ঘ এই স্বৈরশাসক।