১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বীর মুক্তিযোদ্ধা তিন ভাইয়ের শাহাদতবার্ষিকী আজ

-

মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা তিন ভাই রাজধানীর গোপীবাগের বদিউজ্জামান (বদি মেম্বার), শাহজাহান ও করিমুজ্জামান ওরফে মুল্লুক জাহানের ৫৩তম শাহাদতবার্ষিকী আজ।
১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের এক দিন আগে ১৫ ডিসেম্বর ঢাকা শহরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ শেষে মধ্যরাতে বাসায় ফেরার পথে হামলার শিকার ও অপহৃত হন। পরে তাদের গুলি করে হত্যা করা হয়। পরে রায়ের বাজার বদ্ধভূমি এলাকা থেকে তাদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাদের শাহাদতবার্ষিকী উপলক্ষে শহীদদের কবরে পুষ্পমাল্য অর্পণ, কুরআন খতম ও আজ বাদ আসর গোপীবাগ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের স্ত্রী হাজেরা খাতুন জামান আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের মিলাদ মাহফিলে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement