১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি

-

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় গতকাল শুক্রবার দিন-দুপুরে ঠিকানা পরিবহনের চলন্ত বাসে ডাকাতি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রীদের সহযোগীতায় বাসটি কে জব্দ করে থানায় আনা হয়েছে।
ভুক্তভোগী যাত্রীদের মাধ্যমে জানা যায়, নারায়নগন্জের সাইনবোর্ড থেকে চন্দ্রার উদ্দেশ্যে ছেড়ে আসা ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহি বাস দুপুরে সাভার রেডিও কলোনী আসলে একজন যাত্রী উঠেন। এ সময় ড্রাইভার বাসটি খুবই শ্লো চালিয়ে মহাসড়কের ডানপাশ মাঝ লেন দিয়ে যাওয়ার কথা থাকলেও তা না করে বামপাশ দিয়ে চালিয়ে গেলে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)’র সাথনে গেলে কয়েকজন যুবক এক সাথে বাসে উঠে চাকুসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে বাসে থাকা প্রথমে এক যাত্রীর নিকট থেকে ৬০ হাজার টাকা, ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে আসা অপর আরেক ব্যক্তির নিকট থেকে নগদ টাকা, কারো কাছ থেকে ১০ হাজার,৫ হাজার টাকা এবং মোবাইলসহ যাত্রীদের সর্বস্ব লুটে নেয় ডাকাত দলটি। ভুক্তভোগীরা পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। ধারণা করা হচ্ছে বাস চালক এ ঘটনার সাথে জড়িত।

 


আরো সংবাদ



premium cement