ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশী হত্যা করছে : ডা: ইরান
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪০
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত সীমান্তে নিয়মিত নিরীহ বাংলাদেশী নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সীমান্ত হত্যার মহোৎসব চালিয়ে ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন, হত্যার বন্ধে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক আদালতে মামলা করা। গতকাল শুক্রবার নয়াপল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মিশন ঢাকা মহানগর আয়োজিত কর্মিসভায় তিনি এ কথা বলেন।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ভারত সংখ্যালঘু নির্যাতনের ধুয়া তুলে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুবেন্দু অধিকারী ও আরএসএস জঙ্গিরা পরিকল্পিতভাবে দাঙ্গা বাধিয়ে ঘোলাপানিতে মাছ শিকারে লিপ্ত। ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আলটিমেটাম দিতে হবে। অবিলম্বে ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ ও ফেনী নদীর পানি বণ্টন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। অবৈধ ভারতীয়দের গ্রেফতার করে বিচার ও ফেরত পাঠাতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা