১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
স্মরণসভায় বক্তারা

ব্যারিস্টার মঈনুল হোসেন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করেছেন

-


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব, যিনি বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করেছিলেন।
বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী, লেখক, কলামিস্ট এবং সমাজসংস্কারক ব্যারিস্টার মঈনুল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা ব্যারিস্টার মঈনুল হোসেনের ঘটনাবহুল জীবন ও কর্মের দিক তুলে ধরে বলেন, তার চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল দ্বিধাহীনভাবে সত্য কথা বলার সাহস। তিনি ছিলেন এক সত্যিকারের দেশপ্রেমিক, যিনি গণতন্ত্র, স্বচ্ছতা ও জনগণের প্রতি ভালোবাসার ভিত্তিতে একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তার লেখনী ও রচিত অসংখ্য বই গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকারের সাক্ষ্য বহন করে।
বক্তারা বলেন, ব্যারিস্টার হোসেন কখনো অন্যায়ের মুখে নীরব ছিলেন না। যখন বাস্তবতা তার আদর্শের সাথে মেলেনি, তখন তিনি উদ্বিগ্ন হয়ে উঠতেন। তিনি অকপটে সত্য বলতেন, যা অন্যরা বলার সাহস করতেন না। তিনি তার বিশ্বাসের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন এবং সত্য প্রতিষ্ঠার জন্য নিরলস পরিশ্রম করেছেন। তার এই দৃঢ়তার চরিত্র তাকে জীবনে প্রতিষ্ঠিত করেছে, আবার এই সাহসের জন্য তাকে হয়রানিরও শিকার হতে হয়েছে। গণতন্ত্রে তার দৃঢ়বিশ্বাস তাকে শেখ মুজিবুর রহমানের বাকশাল প্রবর্তনের বিরোধিতা করতে উৎসাহিত করেছিল। এই বিরোধিতার জন্য তাকে হয়রানি ও অপমান সহ্য করতে হয়েছিল।

বক্তারা আরো বলেন, অন্যায়ের বিরুদ্ধে তার সাহসী বক্তব্যের জন্য তিনি জনগণের প্রশংসা অর্জন করেছিলেন। তিনি ছিলেন একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও ব্যারিস্টার। একজন ব্যক্তি যার কথা ছিল সত্যের সমার্থক।
স্মরণসভায় তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিচারপতি মো: জয়নুল আবেদিন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এ এইচ মোফাজ্জল করিম (সাবেক সচিব ও রাষ্ট্রদূত), হাফিজ আহমেদ মজুমদার (সাবেক চেয়ারম্যান পূবালী ব্যাংক) এবং পারভীন মাহমুদসহ (সাবেক সভাপতি আইসিএবি) বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং অন্যান্য গুণীজন উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement