১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পূর্বাচলে আগুনে পুড়িয়ে হত্যা মামলা ৩০ লাখে ধামাচাপা

-

রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পাশে আগুনে পুড়িয়ে ছাত্রলীগ নেতা সুমন হত্যা মামলাটি ৩০ লাখ টাকায় ধামাচাপা দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মা ফুলমতি আক্তার (৫৬) বাদি হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা গেছে, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সুমন মিয়া উপজেলার গুতিয়াব গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি মাদক কারবারের প্রতিবাদ করায় ২০২৩ সালের ২৭ আগস্ট বিকেলে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তেল, মোবিলের খুপরি দোকান ঘরের সামনে সুমন মিয়া, তার বন্ধু মুরাদ, মোবারক হোসেন ও রিফাত মিয়ার শরীরে পেট্রল ঢেলে আগুন দেয় প্রতিপক্ষের লোকজন। ঘটনার দুই দিন পর আসামি রিটন ও তরিকুল ইসলামকে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। এ দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ১ সেপ্টেম্বর গভীর রাতে সুমন মিয়া মারা যান। পুলিশি রিমান্ডে উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়া (২৬) ও বৌরারটেক পশি গ্রামের ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম (২৪) আগুন দেয়ার ঘটনা স্বীকার করেন। সুমন ও তার আরো চার বন্ধুর শরীরে আগুন দেয় উপজেলার জাঙ্গীর গ্রামের শিমুল (২৩), মামুন মিয়া (২২), গুতিয়াব গ্রামের মুরাদ (২৭), মোবারক (২৪), রিফাত (২১), বাগবেড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রকমত (৩০)। ওই সময় গ্রেফতারকৃত রিটন ও তরিকুল ১৬৪ ধারায় জবানবন্দী দিয়ে অন্য আসামিদের নাম বলেন। আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় নিহত সুমনের স্ত্রী সিলমী জাহান যুথী বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

ছেলে হত্যার বিচার চেয়ে সুমনের মা ফুলমতি আক্তার বাদি হয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়া, যুবলীগের যুগ্ম সম্পাদক শিমুল, ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, মামুন মিয়া, মুরাদ, মোবারক, রিফাত, নিহত সুমনের স্ত্রী সিলমী জাহান যুথী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রকমত আলীকে আসামি করে মামলা দায়ের করেন। ৫ আগস্টের আগে রূপগঞ্জ থানার গেটেও সুমনের পরিবারকে যেতে দেয়নি আসামিপক্ষ। সুমনের স্ত্রী যুথীকে আসামিদের সাথে আপস মীমাংসা করতে বাধ্য করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা পাপ্পা, রূপগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান ছালাহউদ্দিন ভূঁইয়া ও বাদি যুথীর ভাই মোনাস। ছেলে হত্যার সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন সুমনের মা ফুলমতি।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, পূর্বাচলে ছাত্রলীগ নেতা সুমনকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলার বাদি যুথী আসামিদের সাথে টাকার বিনিময়ে আপস মীমাংসা করেছেন শুনেছি। পরে নিহত সুমনের মা ন্যায় বিচারের আশায় নারায়ণগঞ্জ ৩ নম্বর আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি পিবিআই তদন্ত করছে।

 


আরো সংবাদ



premium cement