১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চবিতে স্পেশাল বাসসার্ভিস চালু

-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতসুবিধা নিশ্চিত করতে এবার চালু হয়েছে ‘দ্রুতযান স্পেশাল সার্ভিস’। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ সেবার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।
চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপনায় চালু হওয়া এই বাস সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীরা মাত্র ৩০ টাকার টিকিটে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি চট্টগ্রাম শহরের নিউ মার্কেট পর্যন্ত যাতায়াত করতে পারবে, যা শিক্ষার্থীদের যাতায়াত আরো সহজ এবং দ্রুত করবে।
উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, দ্রুতযান সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। শিগগিরই আমরা জোবাইক ও ইকার চালুর পরিকল্পনা করছি। শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো: কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম-খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি হাজী রকিবুল আমিন।

 


আরো সংবাদ



premium cement