পটিয়ার উদয়ন বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে অনিত্য সভা
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
উপজেলা তেকোটা গ্রামের প্রয়াত উদয়ন বড়ুয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন, পুণ্যদান, স্মৃতিচারণ ও অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে অনিত্য সভায় বক্তারা বলেছেন, সমাজ হিতৈষী প্রয়াত উদয়ন বড়ুয়া মানব দরদি হিসেবে আমাদের প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন।। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা শীলভদ্র মহাথেরোর সভাপতিত্বে ও সরিৎ পাবলিকেশন অ্যান্ড ইনোভেশনের স্বত্বাধিকারী সরিৎ চৌধুরী সাজুর সঞ্চালনায় গত সোমবার অনিত্য সভার উদ্বোধনী ভাষণ দেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ ও পটিয়া পূর্ণাচার ভিক্ষু সংসদের মহাসচিব শরণ সেন মহাথেরো। অনিত্য দেশনা করেন শাসন বারিধি ভদন্ত আয়ুপাল মহাথেরো। আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ শীলপ্রিয় মহাস্থবির। আরো অনিত্য দেশনা করেন মুকুট নাইট ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ অনমোদর্শী মহাস্থবির, ভদন্ত বিপর্শী মহাথেরো, বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাথেরো, ভদন্ত বোধিপ্রিয় মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক ভদন্ত বিশ্বমিত্র মহাথেরো, ছতরপিটুয়া আর্য্যশ্রাবক সংঘারামের পরিচালক ধুতাঙ্গ সাধক ভদন্ত তিষ্যমিত্র মহাথেরো। পরিবারিক পরিচিতি তুলে ধরেন মৃণাল কান্তি বড়ুয়া।
শ্রদ্ধা নিবেন করেন প্রফেসর দিলীপ চৌধুরী, প্রবীণ শিক্ষক পীযূষ কান্তি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিপ্রকাশ বলরাম চৌধুরী, সিআইডি ইন্সপেক্টর অব পুলিশ বিপুল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের চেয়ারম্যান শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, চবি শিক্ষক অধ্যাপক অরূপ বড়ুয়া, সাঁকো ট্রেড এজেন্সির পক্ষে সিনিয়র কর্মকর্তা আকতার হোসেন তালুকদার, বাংলাদেশ বুদ্ধ কীর্তনিয়া পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক তাপস বড়ুয়া, পোস্ট অফিস কর্মকর্তা অসীম চৌধুরী, প্রিয়ব্রত বড়ুয়া, শিক্ষক উদয়ন বড়ুয়া, মিলু বড়ুয়া, শিক্ষক বিপুল কান্তি বড়ুয়া, পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিনলে গ্রুপের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ বড়ুয়া সুশীল। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা