দরবারে জিলানীতে খোশরোজ পালিত
- চট্টগ্রাম ব্যুরো
- ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম নগরের উত্তর নালাপাড়ায় দরবারে জিলানীতে হজরত মাওলা আলী (রহ:) এবং দরবারের সাজ্জাদানশীন শাহ্ সুফী মুহাম্মদ জুনাইদ এর খোশরোজ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে বাদ আসর থেকে খতমে কুরআন শরিফ,খতমে আসমাউল হুসনা, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে শেফা অভিজ্ঞ উলামায়ে আহলে সুন্নাহ দ্বারা পরিচালিত হয়। এ সময় মুনাজাত করেন মাওলানা আতাউর রহমান নইমী। মাহফিল ছদারত করেন শাহ্ সুফি মুহাম্মদ জুনাইদ। আরো উপস্থিত ছিলেন শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন, শায়ের মুহাম্মদ তারেক রেজা, শায়ের আমিনুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, এ এন এম মতুর্জা, জাবির বিন জুনাইদ, মুনির হোসাইন উৎস, মেরিন ক্যাপ্টেন আসকারি, মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা