ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
- ক্রীড়া প্রতিবেদক
- ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ওয়ার্নার পার্কে ঘুরে দাঁড়ানো সহজ হবে বলে মনে হচ্ছে না। কারণ এর আগে ২৬৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি কোনো দল। অথচ প্রথম ওয়ানডেতে ২৯৪ রান করেও পাত্তা পায়নি বাংলাদেশ। টানা ১১ জয়ের রেকর্ড নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সহজে ম্যাচ জেতায় বাংলাদেশ তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে।
গতকালের লড়াইটা বাংলাদেশের সিরিজ বাঁচানোর এবং স্বাগতিকদের সিরিজ জয়ের। এমন সমীকরণে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। দু’বারই বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ অধিনায়ক।
শুরুতেই সৌম্য সরকার উইকেট হারান। চতুর্থ ওভারে জাইডেন সিলসের প্রথম বলে গুদাকেশ মতির হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন ২ রান করা সৌম্য। এরপর ১৯ বল খেলে মাত্র ৪ রান করে আউট হন লিটন দাস। লিটন দাসের আউটটা ছিল দৃষ্টিকটু। যেন বিরক্ত হয়েই ক্যাচ তুলে দিয়েছেন লিটন। এরপর মাঠে নেমে দ্রুত উইকেট হারান মেহেদি হাসান মিরাজ। ৫ বল খেলে মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক। তিনিও বোকার মতো ব্যাটের ভেতরের কোনায় লাগিয়ে বোল্ড হন। ৫৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
আফিফ হোসেনকে নিয়ে জুটি বাঁধেন তানজিদ হাসান তামিম। তরুণ এ ওপেনারই কিছুটা প্রতিরোধ গড়েছিলেন; তবে অতি আত্মবিশ্বাস তৈরি হয়েছিলো তার মধ্যে। যে কারণে কয়েকটি বাউন্ডারি মারার পর ৪৬ রান করে ক্যাচ তুলে দেন তিনি। আগের ম্যাচে ৬০ রান করা তানজিদ এবার ৩৩ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৪৬ রান করে আউট। ৬৪ রানে চার উইকেট হারায় সফরকারিরা।
আফিফ ফিরেন দলীয় ১০০ রানে ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রান করে। টিকতে পারলেন না জাকের আলীও। গুদকেশ মোতির বলে এলবিডব্লিউ হন ৩ রানে। ২১.৩ ওভারে দলীয় ১০৪ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের। এর মাঝে সিলস ৩টি গুদকেশ মোতি দু’টি ও গ্রিভস একটি উইকেট নেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে ৬ উইকেটে ১০৭ রান। ক্রিজে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা