গুমের শিকার ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধান দাবি
- ইবি সংবাদদাতা
- ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পৃথকভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে শাখা ছাত্রদল ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এ সময় তারা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসসহ গুমের শিকার সকলের সন্ধান দাবি করেন শিক্ষক শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রধান ফটকে মানববন্ধন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ দিকে দুপুর সোয়া তিনটায় একই স্থানে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকারবিষয়ক সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এ সময় সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ, অধ্যাপক ড. ইন্দ্রিস আলী, শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা ও সোসাইটির সাধারণ সম্পাদক শাহ ফরিদ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা