এরশাদ মজুমদারের ইন্তেকালে সিনিয়র জার্নালিস্ট ফোরামের শোক
- ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সম্পাদক-সাংবাদিক-কবি-অনুবাদক-গবেষক এরশাদ মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করে সিনিয়র জার্নালিস্ট ফোরাম আহ্বায়ক (সাবেক নির্বাহী সদস্য, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস) মইনুদ্দীন কাদেরী শওকত সদস্য সচিব (সাবেক সহ সভাপতি, চট্টগ্রাম প্রেস ক্লাব) স.ম. ইব্রাহীম এক বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছিলেন তাদের মধ্যে এরশাদ মজুমদার অন্যতম। তিনি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে সর্বশেষ জীবিত ব্যক্তি।
বিবৃতিতে এরশাদ মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রূহের মাগফিরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা