জামায়াত নেতা মাওলানা খোদা বক্সের জানাজা ও দাফন সম্পন্ন
- দিনাজপুর প্রতিনিধি
- ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৩০
আপামর জনমানুষের শ্রদ্ধা, ভালোবাসা, দোয়ায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা মসজিদ মিশনের সভাপতি ও বীরগঞ্জের শীতলাই আলিম মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা খোদা বক্স। কানায় কানায় পরিপূর্ণ বীরগঞ্জের দলুয়া কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
গতকাল বিকেলে নামাজে জানাজা-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই মাওলানা আবুল হাকিম জিহাদী, মাসুম বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান, শ্বশুর আসিরুল ইসলাম, জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাঈদী, সাবেক জেলা আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ আফতাব উদ্দীন মোল্লা, সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুল হাকিম, ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দীন প্রধান, নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, পঞ্চগড় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজউদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, বীরগঞ্জ থানার ওসি আবদুল গফুর, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জাকির হোসেন বুলু, কাহারোল উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মামুনুর রশীদ, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাকিরুল ইসলাম, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কারি আজিজুর রহমান ও বীরগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাওসার আলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা