০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন

-

আগামী ২২ ফেব্রুয়ারি বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে কেন্দ্রীয় কমিটির ২৭টি পদ, ঢাকা আঞ্চলিক কমিটির ১৩টি, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাতটি এবং সিলেট আঞ্চলিক কমিটির সাতটি পদে নেতা নির্বাচনে ভোট দেবেন এজেন্সি মালিকরা। গতকাল হাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে ২ জানুয়ারি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ১২ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৫ থেকে ২০ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, ২১ জানুয়ারি প্রাথমিক তালিকা প্রকাশ, ৩০ জানুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ৫ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ৬ ফেব্রুয়ারি চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ এবং ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুনকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়। বোর্ডের অপর দুই সদস্য হলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব শাম্মী ইসলাম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মেহেদী হাসান।


জানা যায়, হাবের নির্বাচনের জন্য ইতোমধ্যে এজেন্সি মালিকরা প্রস্তুতি শুরু করেছেন। এবারো দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা হতে পারে। ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি ঐক্য পরিষদ’ নামে একটি প্যানেলের নেতৃত্ব দিতে পারেন সাবেক মহাসচিব লায়ন এম এ রশিদ শাহ সম্রাট। এ ছাড়া হাবের সাবেক সহসভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের নেতৃত্বে একটি এবং সদ্য সাবেক কমিটির নেতাদের নিয়ে আরেকটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে।
দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলে হাবের নির্বাচিত সভাপতি ও যুবলীগ নেতা এম শাহাদাত হোসাইন তসলিম গা ঢাকা দেন। এজন্য গত ১৫ অক্টোবর হাবের কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ দেয় সরকার। ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার জন্য তাকে নির্দেশনা দেয়া হয়।

 


আরো সংবাদ



premium cement