ঝালকাঠী চেম্বারের সভাপতি আটকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৩
ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুল ইসলাম তালুকদারের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির একটি গ্রুপের বিরুদ্ধে। মনিরুল ইসলাম তার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরকে বেতন দেয়ার জন্য স্থানীয় পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাসায় যাওয়ার সময় তাকে আটকে রেখে লাঞ্ছিত করে ওই গ্রুপটি।
গতকাল বেলা ১২ টার দিকে মনিরুল ইসলাম তার এক ব্যবসায়ীক পার্টনারকে নিয়ে ব্যাংকে যান টাকা উত্তোলনের জন্য। এ খবর পেয়ে আনিসুর রহমান তাপু নামে স্থানীয় বিএনপি নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে মনির তালুকদার টাকা তুলতে পূবালী ব্যাংকে যান। টাকা নিয়ে নিচে নামার সাথে সাথে বিএনপি দলীয় নেতাকর্মীরা তাকে চড় লাথি ঘুষি দিতে শুরু করে। এ সময় তার জামা ছিঁড়ে ফেলে এবং সাথে থাকা টাকা নিয়ে ছিনিয়ে নেয়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে একটি দোকানে বসিয়ে রাখে। পরে তার সাথে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাকে মটরসাইকেলে চলে যেতে সহায়তা করে উপস্থিত বিএনপি নেতা আনিছুর রহমান তাপু ও তার সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনা স্থলের সিসি ফুটেজ দেখলেই জড়িতদের শনাক্ত করা যাবে।
এ বিষয়ে ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তাপু সাংবাদিকদের বলেন, আমি খবর শুনে ঘটনাস্থলে যাই। আমি যাওয়ার সাথে সাথে তাকে নিয়ে মোটরসাইকেল চলে যায়। বিএনপির একটি গ্রুপ মনির তালুকদারের কাছ থেকে টাকা নিয়ে তাকে সেফ করেছেন। এ ঘটনার সাথে যে বিএনপি নেতা বা কর্মীরা জড়িত রয়েছে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার সাথে বিএনপির ছয় নেতা জড়িত থাকার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ ঘটনা প্রকাশ হওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গোয়েন্দা বিভাগও ঘটনার সত্যতা পেয়েছেন বলে যানা যায়।
মনিরুল ইসলাম তালুকদার বলেন, আমি পূবালী ব্যাংক থেকে টাকা উঠিয়েছি। চলে যাওয়ার সময় বিএনপি নেতা আনিচুন রহমান তাপু, স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল ফকিরসহ বিএনপির বেশ কয়েকজন নেতা আমাকে আটকে রেখে টাকা দাবি করে। আমার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। টাকা নিয়ে আমাকে ওখান থেকে বের করে দেয়া হয়।
ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান জানান, মনির তালুকদার মামলার আসামি। তিনি ঝালকাঠি আসছেন খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই তিনি চলে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা