০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শেষে আখেরি মুনাজাত

৪ মুসল্লির মৃত্যু
-

গাজীপুরের টঙ্গীতে জুবায়েরপন্থীদের পাঁচ দিনের জোড় ইজতেমা আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। গতকাল সকাল ৯টা ৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় ৯টা ২০ মিনিটে। এবারের জোড় ইজতেমায় ৪ মুসল্লি মারা গেছেন। আখেরি মুনাজাত পরিচালনা করেন শূরা-ই-নেজামের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
মুনাজাতে মুসলমানদের মধ্যে ঐক্য, দুনিয়া ও আখিরাতের শান্তি, দেশের কল্যাণ, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বিপদ থেকে হেফাজত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা। যেসব মুসল্লি আল্লাহর রাস্তায় তাবলিগে বের হবেন তাদের জন্য ফজর থেকে হেদায়াতি ও দিকনির্দেশনামূলক বয়ান করেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান। তার বক্তব্য তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন। নসিহতমূলক বক্তব্য করেন ভারতের শীর্ষ মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার বক্তব্য তরজমা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। নসিহতমূলক বক্তব্যের শেষ হলেই আখেরি মুনাজাত পরিচালনা করা হয়।
আখেরি মুনাজাতে শরিক হওয়ার জন্য আশপাশের এলাকা থেকে মুসল্লিরা সকাল থেকে ময়দানে এসে জমায়েত হয়। ১৫ মিনিটের মুনাজাতের মাধ্যমে শেষ হলো তাবলিগ জামাত বাংলাদেশ শূরা-ই-নেজামের ৫ দিনব্যাপী জোর-ইজতেমার আনুষ্ঠানিকতা। দ্বীনের দাওয়াতি কাজ শেষে ফের বিশ্ব ইজতেমার সময় তারা ময়দানে সমবেত হবেন।
মৃত মুসল্লিরা হলেন, রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদর থানার মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮) এবং সিরাজগঞ্জ সদর থানার শহিদুল ইসলাম (৬৫)।
গত শুক্রবার ফজরের নামাজ আদায় এবং আম বয়ানের মধ্য দিয়ে শূরা-ই-নেজামের (জুবায়েরপন্থী) পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মুনাজাত শেষে সমবেত চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলে দ্বীনের দাওয়াতি কাজে বেরিয়ে পড়বেন।


আরো সংবাদ



premium cement
নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেফতার দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা

সকল