০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শেষে আখেরি মুনাজাত

৪ মুসল্লির মৃত্যু
-

গাজীপুরের টঙ্গীতে জুবায়েরপন্থীদের পাঁচ দিনের জোড় ইজতেমা আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। গতকাল সকাল ৯টা ৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় ৯টা ২০ মিনিটে। এবারের জোড় ইজতেমায় ৪ মুসল্লি মারা গেছেন। আখেরি মুনাজাত পরিচালনা করেন শূরা-ই-নেজামের শীর্ষ মুরব্বি ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।
মুনাজাতে মুসলমানদের মধ্যে ঐক্য, দুনিয়া ও আখিরাতের শান্তি, দেশের কল্যাণ, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বিপদ থেকে হেফাজত করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা। যেসব মুসল্লি আল্লাহর রাস্তায় তাবলিগে বের হবেন তাদের জন্য ফজর থেকে হেদায়াতি ও দিকনির্দেশনামূলক বয়ান করেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান। তার বক্তব্য তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন। নসিহতমূলক বক্তব্য করেন ভারতের শীর্ষ মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার বক্তব্য তরজমা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। নসিহতমূলক বক্তব্যের শেষ হলেই আখেরি মুনাজাত পরিচালনা করা হয়।
আখেরি মুনাজাতে শরিক হওয়ার জন্য আশপাশের এলাকা থেকে মুসল্লিরা সকাল থেকে ময়দানে এসে জমায়েত হয়। ১৫ মিনিটের মুনাজাতের মাধ্যমে শেষ হলো তাবলিগ জামাত বাংলাদেশ শূরা-ই-নেজামের ৫ দিনব্যাপী জোর-ইজতেমার আনুষ্ঠানিকতা। দ্বীনের দাওয়াতি কাজ শেষে ফের বিশ্ব ইজতেমার সময় তারা ময়দানে সমবেত হবেন।
মৃত মুসল্লিরা হলেন, রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদর থানার মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮) এবং সিরাজগঞ্জ সদর থানার শহিদুল ইসলাম (৬৫)।
গত শুক্রবার ফজরের নামাজ আদায় এবং আম বয়ানের মধ্য দিয়ে শূরা-ই-নেজামের (জুবায়েরপন্থী) পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। মুনাজাত শেষে সমবেত চিল্লাধারী মুসল্লিরা দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলে দ্বীনের দাওয়াতি কাজে বেরিয়ে পড়বেন।


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল