০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`
আলিফ হত্যায় গ্রেফতার দেখানোর দাবি

চিন্ময়ের পক্ষে আইনজীবী না থাকায় শুনানি পেছাল

-

উগ্রবাদী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত শুনানি নতুন তারিখ ২ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করা হয়েছে। গতকাল এ শুনানি মহানগর দায়রা জজ আদালতে হওয়ার কথা থাকলেও আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত হননি। ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নতুন তারিখ নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া শুনানিতে অংশ নেন। এ সময় আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, জিপি কাশেম চৌধুরী, হাসান আলী চৌধুরী, অ্যাডভোকেট আবদুস সাত্তার, সামশুল আলম, আব্দুল আজীজ, কবির হোসাইনসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
এ দিকে শুনানি চলাকালে আন্দোলনরত আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন এবং পরে সোনালী ব্যাংক চত্বরে এক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সভাপতিত্ব করেন আইনজীবী ঐক্যজোটের সমন্বয়ক অ্যাডভোকেট সামশুল আলম। ঐক্যজোটের সেক্রেটারি অ্যাডভোকেট জহুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, আইনজীবী ফোরামের সাবেক সেক্রেটারি এস ইউ এম নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও অতিরিক্ত জিপি কানিজ কাউসার রিমা, জামায়াতে ইসলামী চট্টগ্রাম আদালত শাখার আমির অ্যাডভোকেট আরিফুর রহমান প্রমুখ।
এ দিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় উগ্রবাদী নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানো না হলে আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন একদল আইনজীবী। গতকাল বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন একদল আইনজীবী।
আইনজীবীরা আরো বলেন, আলিফ ভাইয়ের রক্তের সাথে যারা বেঈমানি করেছে তাদের এ আদালত ভবন থেকে বিতাড়িত করবো, ইনশা আল্লাহ। এ সন্ত্রাসী উগ্রপন্থী চিন্ময়কে দায়ের হওয়া সব মামলায় গ্রেফতার দেখাতে হবে। উগ্রপন্থী ইসকন সন্ত্রাসীদের বাংলার জমিনে ঠাঁই হবে না। শহীদ আলিফের রক্তের আন্দোলনে অংশ নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।


আরো সংবাদ



premium cement
নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেফতার দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা

সকল