সোনারগাঁওয়ে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা
- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৯
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত পায়ের রগ কেটে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। নিহত যুবকের নাম মো: শাহজাহান। গত সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে আহত করা হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত মো: শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা আল ইসলাম গতকাল বিকেলে বাদি হয়ে সাতজনকে আসামি করে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে জড়িতরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
নিহতের মা রিনা বেগম জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল। গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোরবানপুর এলাকায় একটি বালুর মাঠে আগে থেকে উৎ পেতে থাকা সাকিব, বিজয় ও ইমরান, আনোয়ার ও নূর হোসেনসহ ৮-১০ জনের একটি দল তাকে ছুরিকাঘাত করে হাতের ও পায়ের রগ কেটে দেয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা