০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`
জ্যামাইকা টেস্ট

জয়ের জাল বুনছে বাংলাদেশ

-

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৬৪। ওয়েস্ট ইন্ডিজ জবাবে ১৪৬ রানে অলআউট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ২৬৮। সফরকারীরা ম্যাচে এগিয়ে ২৮৬ রানে। এখন টাইগারদের জ্যামাইকা টেস্ট জয়ের কথা ভাবাটা অমূলক নয়। বাংলাদেশের এ ভাবনাকে আরো বিশ্বাসী করছে স্যাবেইনা পার্কে রান তাড়া করে জয়ের রেকর্ড। এখানে এখন রান তাড়া করে ম্যাচ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে নতুন রেকর্ড গড়তে হবে। আগের রেকর্ড ছিল ২১২। এই টেস্টে এখনো বাংলাদেশের যে রান তা আরো বাড়ছে গতকাল চতুর্থ দিনে। নিশ্চিতভাবেই বলা যায় সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে সুদৃঢ় অবস্থানে রয়েছে মিরাজ বাহিনী। এই টেস্ট জিতে সিরিজ ১-১ করার দারুণ একটা সুযোগ দলের সামনে। আর সে প্রত্যয়েই এগিয়ে চলা। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ৫৪।
সুনির্দিষ্ট করে বললে পেসার নাহিদ রানার নামটা বিশেষভাবে উল্লেখ করতেই হবে। দুর্দান্ত পেস বোলিংয়ের নজির দেখিয়েছেন এই ডান হাতি। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৪৬ গুটিয়ে দেয়ার কাজটি মূলত তিনিই সেরেছেন। শিকার করেছেন ৫ উইকেট। ক্যারিয়ার এটিই তার প্রথমবারের মতো ৫ উইকেট শিকার। বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ইনিংসে তিনি ৫ বা তার চেয়ে বেশি উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের কোনো বোলারের টেস্টে ইনিংস ৫ উইকেট পাওয়ার এটিই প্রথম নজির।

নাহিদ রানার গতি ও নিখুঁত নিশানার কাছেই মূলত ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের প্রতিরোধ ভেঙে পড়ে। সঙ্গী বোলার হিসেবে তাসকিন ও হাসান মাহমুদও ভালো পারফরম্যান্স দেখান। দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামও এমন দিনে হাসি ফোটান। ৮৫ রানে ২ উইকেট নিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ গড়িয়ে থেমে যায় ১৪৬ রানে।
প্রথম ইনিংসে ১৮ রানের লিড পাওয়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। কোনো রান করার আগেই ওপেনার মাহমুদুল হাসান জয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন। তবে তেজি উইকেটে বাংলাদেশ কৌশল বদলে ব্যাট চালায়। শুধু প্রতিরোধ বা ডিফেন্সে না গিয়ে পাল্টা আক্রমণ করার কৌশল বেছে নেয়। কিছুটা মারমার কাট কাট ভঙ্গিতে ব্যাট চালায়। আর বাংলাদেশের এ কৌশলই এখন টেস্ট জয়ের সুবাস ছড়াচ্ছে। শাহাদাত হোসেন দীপু, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসÑ তিন ব্যাটারই উইকেট হারালেও দ্রতগতিতে রান তোলায় স্কোরবোর্ডে বাংলাদেশের সঞ্চয়কে কিছুটা সমৃদ্ধ দেখাচ্ছে। শাহাদাত ২৬ বলে ২৮, মেহেদি ৩৯ বলে ৪২ ও লিটন দাস ৩৪ বলে ২৫ রান করেন।
জাকের আলী খেলছেন ১০৬ বলে ৯১ রানের ইনিংস


আরো সংবাদ



premium cement
নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেফতার দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা

সকল