০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

বসুন্ধরার চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনের বিদেশের সম্পত্তি জব্দ

-

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপক পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের আট সদস্যের বিদেশের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৫ নভেম্বর মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত তদন্ত কর্মকর্তা মো: নাজমুল হুসাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন।
এতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাত, স্লোভেকিয়া, নেভিস, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও সাইপ্রাসে তাদের স্থাবর, অস্থাবর সব সম্পত্তি (ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট, ক্রয়কৃত বাড়ি ও অন্যান্য সম্পদ) আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জব্দ থাকবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর অনুচ্ছেদ ১২ অনুযায়ী এ নির্দেশনা প্রদান করেন।
স্থ’াবর অস্থাবর সম্পত্তির মালিকানার তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম এবং তার তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান, তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াসা সোবহান।
জব্দের আদেশের পাশাপাশি আকবর সোবহান এবং ছেলে ও পুত্রবধূদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিল্পগোষ্ঠীটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানান। পরবর্তীতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অনিয়ম ধারাবাহিকভাবে সামনে আসতে থাকে।
এরপর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপক পরিচালক আনভীরসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 


আরো সংবাদ



premium cement
দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে লেবানন থেকে বৃহস্পতিবার দেশে ফিরবেন ১০৫ বাংলাদেশী

সকল