০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বসুন্ধরার চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনের বিদেশের সম্পত্তি জব্দ

-

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপক পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ তাদের পরিবারের আট সদস্যের বিদেশের স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৫ নভেম্বর মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত তদন্ত কর্মকর্তা মো: নাজমুল হুসাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেন।
এতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাত, স্লোভেকিয়া, নেভিস, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও সাইপ্রাসে তাদের স্থাবর, অস্থাবর সব সম্পত্তি (ব্যাংক অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট, ক্রয়কৃত বাড়ি ও অন্যান্য সম্পদ) আদালতের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জব্দ থাকবে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর অনুচ্ছেদ ১২ অনুযায়ী এ নির্দেশনা প্রদান করেন।
স্থ’াবর অস্থাবর সম্পত্তির মালিকানার তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম এবং তার তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান, সাফওয়ান সোবহান, তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াসা সোবহান।
জব্দের আদেশের পাশাপাশি আকবর সোবহান এবং ছেলে ও পুত্রবধূদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিল্পগোষ্ঠীটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানান। পরবর্তীতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অনিয়ম ধারাবাহিকভাবে সামনে আসতে থাকে।
এরপর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপক পরিচালক আনভীরসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল