০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`

বেক্সিমকোর ‘বি’ ক্যাটাগরির শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বত্ব বিক্রির দায়িত্ব পাচ্ছে জনতা ব্যাংক

-

ঋণখেলাপি শিল্পগোষ্ঠী বেক্সিমকোর কোম্পানিগুলোর মধ্যে ‘বি ক্যাটাগরির’র কোম্পানিগুলোর স্বত্ব বিক্রি করার দায়িত্ব পাচ্ছে জনতা ব্যাংক। বলা হয়েছে, বেক্সিমকোর কোম্পানিসমূহের মধ্যে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিসমূহের স্বত্ব বিক্রির লক্ষ্যে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) চূড়ান্ত করে ঋণ প্রদানকারী জনতা ব্যাংক আগামী ৯ ডিসেম্বরের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। জানা গেছে, ‘বি’ ক্যাটাগরিতে ৩২টি কোম্পানির মধ্যে ১৬টি মূলত গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা বর্তমানে চালু রয়েছে।
গত সপ্তাহে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রি. জে.(অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বেক্সিমকোর কাছে জনতা ব্যাংকের ঋণের পরিমাণ প্রায় ২৩ হাজার কোটি টাকা। এই ঋণের অধিকাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে।

এই সভায় আরও বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠানসমূহের শ্রমিকদের আগামী ৩ মাসের বেতনের প্রয়োজনীয় অর্থ জনতা ব্যাংক যোগান দেবে।
হাইকোর্ট বিভাগে চলমান রিটের জবাব প্রস্তুতের লক্ষ্যে একজন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করে রিসিভারের টিওআর (টার্মস অব রেফারেন্স) চূড়ান্তকরণ ও রিটের জবাব যথাযথভাবে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসসহ বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল অফিসে প্রেরণ করা হবে। এ ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবী নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ অর্থ বিভাগ সংস্থান করবে ।

একই সাথে আগামী ১ সপ্তাহের মধ্যে বেক্সিমকোর কোম্পানিগুলোর শেয়ার হস্তান্তরের নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।
জানা গেছে, সভার শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শ্রম পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবেলায় মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনীর শিল্প নিরাপত্তা টাস্কফোর্স, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের নিরলস চেষ্টার কথা তুলে ধরা হয়। সভায় ৩টি সুনির্দিষ্ট আলোচ্যসূচি নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো- বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রতিষ্ঠানসমূহের শ্রমিক অসন্তোষ নিরসনকল্পে আশু মধ্যমেয়াদি ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সুপারিশ প্রণয়ন, একই ধরনের প্রতিষ্ঠানসমূহে ইস্পিত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য করণীয় নির্ধারণ এবং ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকদের বকেয়া পরিশোধ আলোচনা ও সময়াবন্ধ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন।

সূত্র জানায়,সভায় অর্থ উপদেষ্টা বলেন, শিল্পের শ্রমিকদের মজুরিসহ সার্বিক কর্মপরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিন্তু সম্প্রতি শ্রমিকেরা তাদের বকেয়া ও ন্যায্য মজুরি না পেয়ে প্রায়ই রাস্তাঘাট বন্ধসহ বিরূপ পরিস্থিতির সৃষ্টি করছে। যার ফলে গার্মেন্টসসহ অন্যান্য খাতেও এর বিরূপ প্রভাব পড়ছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় সরকারের রাজস্ব খাত থেকে মজুরি প্রদানের লক্ষ্যে অর্থ বরাদ্দ করেছে। তবে এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিল্প ও প্রত্যাশী ব্যাংকের সঙ্গে গ্রাহক সম্পর্কের ভিত্তিতে আর্থিক সহায়তা নিশ্চিত করা উচিত। এ ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান কর্তৃক অর্থ সংস্থানে দেউলিয়া বা ব্যর্থতা সম্পূর্ণ দায়বভার ঋণ প্রদানকারী ব্যাংকের।
সভায় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, বেক্সিমকো লি:-এর রিসিভার, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত, চেয়ারম্যান, সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অ্যাটর্নি জেনারেল, শ্রম ও কর্মসংস্থান সচিব, অর্থসচিব, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ-এর প্রশাসক আলোচনায় অংশ নেন।

 


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল