০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডিসেম্বরেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

-

ডিসেম্বরেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। যদি এ মাসে কোনো ঘূর্ণিঝড় হয় তাহলে তা হবে একটি ব্যতিক্রম ঘটনা। সচরাচর ডিসেম্বরে সাগর খুবই শান্ত থাকে। কিন্তু আবহাওয়া অফিস সেই ডিসেম্বরেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। এটা ডিসেম্বরের প্রথম দিকেই হওয়ার আশঙ্কা, কারণ নভেম্বরের শেষ দিকে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় আন্দামান সাগরের কাছাকাছি হয়ে থাকে। কিন্তু গত নভেম্বরে আন্দামান সাগরে লঘুচাপের উৎপত্তি না হয়ে ভারত মহাসাগরীয় এলাকায় লঘুচাপের সৃষ্টি করে শেষ পর্যন্ত ঝড় ফিনজাল সৃষ্টি হয়ে তা গত ৩০ নভেম্বর রাতের দিকে ভারতের তামিলনাড়– উপকূলে উঠে যায়। ফিনজাল শেষ হলেও আন্দামান এলাকায় আরেকটি ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ হওয়ার মতো শক্তি অবশিষ্ট রয়ে যায়। তা থেকেই হয়তো পরবর্তী ঘূর্ণিঝড়টি অথবা নিম্নচাপটি হতে পারে।
নিকট অতীতে ১৯৬৫ সালের ১৪ থেকে ১৫ ডিসেম্বর কক্সবাজার ও পটুয়াখালীর মাঝামাঝিতে একটি ঘুৃর্ণিঝড়ের কথা জানা যায়। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্রকে উদ্ধৃত করে উইকিপিডিয়াতে এ ঘূর্ণিঝড়ের কথা বলা আছে। তখন বাতাসে সর্বোচ্চ গতিবেগ ছিল ২১০ কিলোমিটার এবং এটা রেকর্ড করা হয় কক্সবাজারে। ওই ঝড়ে ৮৭৩ জনের মৃত্যু হয়েছে বলে তথ্যে উল্লেখ আছে।

গতকাল রোববার আবহাওয়ার মাসব্যাপী পূর্বাভাসে আরো বলা হয়েছে, চলতি মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক থেকে দু’টি মৃদু অথবা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
অধিদফতরের পরিচালক ও আবহাওয়ার অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো: মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঘূর্ণিঝড় ও শৈত্য প্রবাহের তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা অতীতের মতো স্বাভাবিক থাকতে পারে। এ ছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ডিসেম্বর মাসে সাধারণত ৮ থেকে ১০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়ে থাকে। কুয়াশার পূর্বাভাসের ব্যাপারে বলেছে, ডিসেম্বর মাসে দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 


আরো সংবাদ



premium cement
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা : ভারতের দুঃখ প্রকাশ হামাসের হামলায় সেনা সদস্যসহ ৯ ইসরাইলি নিহত তালায় পাঁচ মাস পর কবর থেকে নারীর লাশ উত্তোলন রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল কারাগারে আগামী নির্বাচন কঠিন হবে : তারেক রহমান বাংলাদেশকে কঠোর হুঁশিয়ারী বিজেপি নেতা ও সনাতনীদের মুন্সিগঞ্জে প্রবাসীকে খুনের মামলায় মূল হোতাসহ গ্রেফতার ৩ ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের দেশকে স্থিতিশীল রাখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই : জামায়াত আমির সাভারে প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ রাঙামাটিতে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

সকল