বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি
- নিজস্ব প্রতিবেদক
- ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো: আতিকুস সামাদ রোববার গণমাধ্যমে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেন।
এতে বলা হয়েছে, আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
সাধারণত বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে ফুল কোর্ট সভায় সবার সাথে আলোচনা করেন প্রধান বিচারপতি। অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতেও এ ধরনের সভা ডাকা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা