আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানো ও ইসকন নিষিদ্ধের দাবি আইনজীবীদের
- চট্টগ্রাম ব্যুরো
- ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬
উগ্রবাদী ইসকন ও ইসকনের আড়ালে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের বর্বর হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের গ্রেফতার, হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানো এবং ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের আইনজীবীরা। এসব দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য শোক র্যালিপূর্ব সমাবেশে আইনজীবীরা এসব দাবি জানান। গতকাল রোববার দুপুরে শহীদ আলিফের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও চিন্ময় দাসকে মামলায় আসামি করার দাবিতে শোক র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শোক র্যালি আদালত চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, নিউ মার্কেট ঘুরে সিনেমা প্যালেস হয়ে আবার সোনালী ব্যাংক চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, অ্যাডভোকেট কাশেম কামালসহ আইনজীবী নেতৃবৃন্দ।
সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, গত ২৬ নভেম্বর আইনশৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সতর্ক থাকলে ইসকন সন্ত্রাসীরা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করতে পারত না। ঘটনার দিন পুলিশের হ্যান্ডমাইক কিভাবে চিন্ময় ব্যবহার করতে পারল সেই রহস্য এখনো উদঘাটন হয়নি বলেও জানান তিনি। তিনি অবিলম্বে অ্যাডভোকেট সাইফুল আলিফের হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনলে আদালত বর্জনের হুমকি দেন। এ সময় অন্যান্য আইনজীবী তাকে সমর্থন জানান। একপর্যায়ে তিনি ইসকন সন্ত্রাসীদের পক্ষে কোনো আইনজীবীকে শুনানিতে না দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা