বিএসএমএমইউর প্রক্টর হিসেবে আবারো ডা: শেখ ফরহাদের যোগদান
- নিজস্ব প্রতিবেদক
- ০১ ডিসেম্বর ২০২৪, ০২:০৮
বিএসএমএমইউর প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: শেখ ফরহাদ। গতকাল শনিবার বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপতকালীন ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: শেখ ফরহাদকে তার মূল দায়িত্বের অতিরিক্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ আদেশ গত ২০ আগস্ট থেকে কার্যকর হবে।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, ডা: শেখ ফরহাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় অতিরিক্ত রেজিস্ট্রার ডা: মো: দেলোয়ার হোসেনসহ অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন। ডা: শেখ ফরহাদ ২০০০ হাজার সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা