৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ন ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আইনজীবী আলিফ হত্যার সুষ্ঠু বিচার দাবি

দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে : জাগপা

-

জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো: আনাছ বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ভারত সরকার যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে নাক না গলায়, তারা যেন তাদের দেশের আন্দোলন সামলায়। বাংলাদেশ আর ভারতীয় আধিপত্য মানবে না। ভারতের সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভেঙে প্রতিবেশীর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
তিনি গতকাল শুক্রবার কাজীর দেউরীর সামনে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি তানিয়া আকতার রূপা।
চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো: হেলাল উদ্দিনের পরিচালনায় তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করতে চায়। তাই সরকারকে কঠোর হস্তে ষড়যন্ত্রকারীদের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগর এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। এতে আরো বক্তব্য রাখেন মুর্শিদ আলম, মো: লতিফ, মো: জাবেদ, রাসেল, সোহেল, সাদ্দাম, আসিফ, মাঈন উদ্দিন, মো: জুয়েল, মো: সাঈদ, মো: সেলিম, আল আমিন, মো: আলমগীর, মো: রব্বান, মো: আনোয়ার, মো: হানিফ, বকুল আকতার, গোলাম কিবরিয়া ও মো: হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
দিল্লিতে দূষণের সাথে শীতের কামড়, তাপমাত্রা ১০ ডিগ্রি! আজ তামিলনাড়ুতে আঘাত হানবে '‌ফেনজল'! মির্জা ফখরুল ১০ দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন চিন্ময় দাসের গ্রেফতারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে : জাতিসঙ্ঘে বাংলাদেশ গাজার উত্তর-দক্ষিণাঞ্চলের গভীরে ইসরাইলি ট্যাংক, নিহত ৪২ রাজধানীতে আসছে শীতের প্রচুর সবজি ওপারে রাতভর বোমার বিস্ফোরণ আতঙ্কে নির্ঘুম টেকনাফবাসী সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল আওয়ামী শাসনামলের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে সেন্টমার্টিনে বছরে দেড় লাখের বেশি পর্যটক ভ্রমণ করে বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতি প্রতিহিংসাপ্রবণ : মমতা

সকল