ক্যান্সার সচেতনতা ফোরামের কর্মসূচি ম্ল্যূায়ন সভা অনুষ্ঠিত
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৯
জাতীয় ও আন্তর্জাতিক ৪৭ সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যান্সার ফোরাম চলতি বছরের ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মোট ১৫০ দিনের কর্মসূচি পালনের শেষে গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কর্মসূচির মূল্যায়ন অনুষ্ঠানের আয়োজন করেছে। ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা: মো: হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও সরকারের নারী অধিকারবিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার, স্কয়ার অনকোলজি সেন্টারের জ্যেষ্ঠ পরামর্শক ও স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন, সাবেক সচিব ও পরিল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, রোটারিয়ান রওশন আরা আখতার এবং ফোরামের বিভিন্ন সদস্য সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিগত বছরের মতো গণমাধ্যমের ১০ সহযোদ্ধাকে কৃতজ্ঞতা স্মারক উপহার ও পরলোকগত ৫ সহযোদ্ধার স্মৃতিচারণ ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সূচনা বক্তব্যে ডা: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও একটি জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশলপত্র, কর্মপরিকল্পনা ও কর্মসূচি কার্যকর নেই। সরকারের, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতর ও প্রতিষ্ঠানের মধ্যে কাজের সমন্বয় নেই। জনগোষ্ঠীভিত্তিক ক্যান্সার নিবন্ধন চালু নিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা হতাশাজনক। ক্যান্সার স্ক্রিনিং চলছে অসংগঠিত, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতিতে। স্বাস্থ্য সংস্কারের সাথে জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ সেবা দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে দেয়ার বিধান কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন স্বাস্থ্য সংস্কার কমিশনের কাছে ক্যান্সার বিষয়ে লিখিত প্রস্তাবনা তুলে ধরার আহ্বান জানান। তিনি ক্যান্সার রোগীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করার ওপর গুরুত্ব দেন।
যে ১০ সাংবাদিককে ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্মারক তুলে দেয়া হয় তারা হলেন, শাকেরা আরজু,
মাইনুল হাসান সোহেল, শাহনাজ পারভীন এলিস, বুদ্ধদেব কুন্ডু, সিনিয়র রিপোর্টার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন
নীলিমা জাহান, নাজনীন আখতার, সাজিদা ইসলাম পারুল, মুহাম্মদ সালাউদ্দিন (জসিম), তাওসিয়া তাজমিম, তানভীরুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা