২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সারজিস-হাসনাতকে ট্রাকচাপায় হত্যাচেষ্টা জাবিতে বিক্ষোভ

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা ট্রাকচাপার ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতার করে পরিচয় উন্মুক্ত করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, ‘ইসকনের অনুসারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। সারজিস-হাসনাতের ওপর ট্রাকচাপার ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।’
তিনি আরো বলেন, ‘গণঅভ্যুত্থানের নায়কদের ওপর যেকোনো আক্রমণ হলে দেশের ছাত্রসমাজ আর চুপ থাকবে না। যারা ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে দমন করতে চায়, তারা যে-ই হোক না কেন, আমরা তাদের প্রতিহত করব। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে তাদের পরিচয় জাতির কাছে প্রকাশ করতে হবে।’

জাবি শাখা ছাত্রশিবির কর্মী রাকিব হাসান বলেন, ‘বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যাদের নেতৃত্বে ছাত্রজনতা লড়াই করে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে তাদের দুই সমন্বয়কের উপর এমন হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী ও শাসকের পুনরুত্থান হতে দেয়া যাবে না।’
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের গাড়িবহরে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। তারা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে এ হামলার শিকার হন।


আরো সংবাদ



premium cement