২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হাইকোর্টে বিচারককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

এজলাস থেকে নেমে গেলেন দুই বিচারপতি
-

হাইকোর্টের এজলাসে বিচারপতি মো: আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা আড়াইটার দিকে বিচারপতি মো: আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটান আইনজীবীর পোশাক পরা একদল ব্যক্তি বলে জানা গেছে। ডিম ছোড়ার পর বেঞ্চের দুই বিচারপতি এজলাস থেকে নেমে যান।
এর আগে বেলা পৌনে দুইটার দিকে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ভবনের নিচ তলায় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিউয়ার রহমানের রুমের সামনের দেয়ালে লিখে দেয়া হয় হাসিনার দোসর। একই সাখে তার নেম প্লেটও ঢেকে দেয়া হয় কালো রঙ দিয়ে। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন তাৎক্ষণিক ওই লেখা ঢেকে দেয় সাদা রঙ দিয়ে। খুলে ফেলা হয় নেম প্লেট।
এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা সাংবাদিকদের জানান, আমরা ঘটনাগুলো অবগত হয়েছি। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা পাইনি।
একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে কার্যতালিকায় থাকা ১২ নম্বর আইটেমের শুনানি চলছিল বিচারপতি মো: আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চে। তখন মোশাররফ হোসেন নামে এক আইনজীবী একটি রিট মামলার শুনানি করছিলেন।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল