হাইকোর্টে বিচারককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
এজলাস থেকে নেমে গেলেন দুই বিচারপতি- নিজস্ব প্রতিবেদক
- ২৮ নভেম্বর ২০২৪, ০২:০২
হাইকোর্টের এজলাসে বিচারপতি মো: আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা আড়াইটার দিকে বিচারপতি মো: আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটান আইনজীবীর পোশাক পরা একদল ব্যক্তি বলে জানা গেছে। ডিম ছোড়ার পর বেঞ্চের দুই বিচারপতি এজলাস থেকে নেমে যান।
এর আগে বেলা পৌনে দুইটার দিকে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ভবনের নিচ তলায় হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিউয়ার রহমানের রুমের সামনের দেয়ালে লিখে দেয়া হয় হাসিনার দোসর। একই সাখে তার নেম প্লেটও ঢেকে দেয়া হয় কালো রঙ দিয়ে। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন তাৎক্ষণিক ওই লেখা ঢেকে দেয় সাদা রঙ দিয়ে। খুলে ফেলা হয় নেম প্লেট।
এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা সাংবাদিকদের জানান, আমরা ঘটনাগুলো অবগত হয়েছি। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা পাইনি।
একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে কার্যতালিকায় থাকা ১২ নম্বর আইটেমের শুনানি চলছিল বিচারপতি মো: আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চে। তখন মোশাররফ হোসেন নামে এক আইনজীবী একটি রিট মামলার শুনানি করছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা