২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাজধানীতে ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন

-

রাজধানীর খিলগাঁওয়ে ভাইয়ের ছুরিকাঘাতে বোন খুন হয়েছেন। নিহতের নাম রুমি আক্তার (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক ভাই মো: বাবুল (৫৫)। ঘটনার পর ঘাতক সালামকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও পশ্চিম নবীনবাগ ২৬৫/খ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। কুমিল্লা বরুরা থানার আবুল হাসেমের মেয়ে রুমি। পরিবারটি নবীনবাগের ওই বাসায় থাকেন।
স্বজনরা জানান, তিন ছেলের জননী রুমি। দু-তিন বছর আগে তার স্বামী জহির অন্য একটি মেয়েকে বিয়ে করে তাদের ছেড়ে চলে যায়। এরপর থেকে তিন ছেলেকে নিয়ে নবীনবাগে বাবার বাসায় থাকতেন তারা। অন্যের বাসায় কাজ করতেন রুমি। ঘাতক সালামের স্ত্রী জুলেখা আক্তার জানান, তার স্বামী সালাম আগে অটোরিকশা চালালেও বর্তমানে বেকার। কোনো কাজই করে না সে। এ ছাড়া নিয়মিত মাদকসেবন করে। এ নিয়েই প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। দুই সপ্তাহ আগে এসব বিষয় নিয়ে সালাম তাকে (স্ত্রী জুলেখা) প্রচণ্ড মারধর করে। তখন পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা হয়। সালাম আর নেশা করবে না বলে প্রতিজ্ঞা করে। এর পরও সে কোনো কাজ করে না। দুই দিন ধরে তাদের বাসায় কোনো বাজার নেই। এ নিয়ে গতকাল বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং ছেলেমেয়েকে নিয়ে জুলেখা বাবার বাড়িতে চলে যাবে বলে জানায়। তখন সালাম ক্ষিপ্ত হয়ে ঝগড়া শুরু করে। বড় ভাই বাবুলকে বলে তার স্ত্রীকে আটকাতে। তখন বড় ভাই বাবুলও তার বিরোধিতা করে বলেন, নেশা করা না ছাড়লে স্ত্রী চলে যাবেই। এই কথা বলাতে ঘর থেকে ধারাল ছুরি এনে বড় ভাই বাবুলকে আঘাত করে সালাম। এটি দেখে ফেরাতে যায় ছোট বোন রুমি। তখন রুমির পিঠেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সে। পরবর্তীতে আহত অবস্থায় রুমি ও বাবুলকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক রুমিকে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল