টঙ্গীতে আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ ভাঙচুর
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২৮ নভেম্বর ২০২৪, ০২:০১
গাজীপুর মহানগরের টঙ্গীতে গত মঙ্গলবার রাতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল বুধবার রাতেও ককটেল ও গুলিবর্ষণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকটি কোম্পানি স্থানীয় গাজীপুরা নিচু এলাকা ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তুলছে। সেখানে মাটি ভরাটের কাজ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জেরে গত মঙ্গলবার সন্ধ্যার পর রাত ১১টা পর্যন্ত বিবদমান দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় সাবেক অবিভক্ত টঙ্গী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর বাড়িতে প্রতিপক্ষরা হামলা ও ভাঙচুর চালায়। ওই বাড়িতে গুলি ও ককটেল নিক্ষেপের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় স্থানীয় বিএনপি নেত্রী পারভীনের ছেলে হৃদয় ও কামরুল ইসলাম কামুর ভাতিজি কলেজছাত্রী মাহফুজাসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে হৃদয় ও মাহফুজাকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে যুবদল নেতা কামরুল ইসলাম কামু বলেন, একাধিক ছাত্রহত্যা মামলার আসামি ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জলিল গাজীর অনুসারী টিভি আনোয়ার, ময়েজউদ্দিন, মঞ্জু ও মোক্তাদির রহমান লিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সন্ধ্যার দিকে আমার বাড়িঘরে হামলা করে ভাঙচুর চালায়। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলিবর্ষণ করে। গতকাল বুধবার সন্ধ্যায়ও তার বাড়িতে টিভি আনোয়ারের নেতৃত্বে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ হয় বলেও তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে যুবদল নেতা মোক্তাদির রহমান লিপু বলেন, কামুর লোকজন মঞ্জুর ঘরে হামলা করে ভাঙচুর চালায়। এই ঘটনায় কামুর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় ৬টি অভিযোগ ও একটি মামলা হয়েছে। আমরা কারো বাড়ি ঘরে হামলা করিনি।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গুলি ও ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে কিছু পাইনি। তবে মানুষ একাধিক শব্দ শুনেছে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা