চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হাসনাত-সারজিসের গাড়িবহর
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৮ নভেম্বর ২০২৪, ০২:০০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। তবে যে গাড়িতে হাসনাত ও সারজিস ছিলেন সে গাড়িতে কোনো আঘাত লাগেনি। আঘাতপ্রাপ্ত গাড়িতে চট্টগ্রামের সমন্বয়করা ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এ দুর্ঘটনার ফলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় ঢাকা মেট্্েরাএ-ঢ ১২-১৮৫৪ নম্বরের একটি ট্রাক চালকসহ জব্দ করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তিনি। গাড়িবহরে থাকা এক শিক্ষার্থী জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যাওযার চেষ্টা করে। পরিকল্পিতভাবেই এমনটি করেছে বলে আমাদের বিশ্বাস। আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে, আমাদেরও চাপা দেয়।
তবে ট্রাক চালককে ধরা হয়েছে, তিনি চাপা দেয়ার কথা অস্বীকার করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা