২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকায় প্রধান সড়কে আসতে পারবে না ব্যাটারিচালিত রিকশা

-


রাজধানী ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা না চালাতে পুলিশের দেয়া প্রস্তাবে সম্মত হয়েছে মালিক-শ্রমিক পক্ষ। গতকাল ঢাকার পুলিশ কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সাথে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মো: ওবায়দুর রহমান জানান। ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।
রিকশা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, প্রধান যে সড়কগুলোতে বাস চলে, সেগুলোতে যেন ব্যাটারিচালিত রিকশা না চলে, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলে তাতে আমরা একমত হয়েছি। তবে যেসব বেড়িবাঁধে বাস চলে, সেসব সড়কে ব্যাটারিচালিত রিকশা চালালে পুলিশের কোনো ‘আপত্তি নেই’ বলে জানান নাদিম। তিনি বলেন, ‘নতুন করে আর কোনো রিকশা যেন রাস্তায় না নামে, সে ব্যাপারে বৈঠকে আহ্বান জানান হয়। ঢাকার বাইরে থেকে এসব বাহন যেন না ঢোকে, সে ব্যাপারেও একমত হয়েছি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে দেখা হলে অনেকটা নিয়ন্ত্রণে আসবে।’

আইনি বৈধতা না থাকলেও রাজধানীর অলিগলিতে দীর্ঘদিন থেকে চলছে ব্যাটারিচালিত রিকশা।
সম্প্রতি বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো: মমিন আলী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। তাদের অভিযোগ ছিল- লাইসেন্সবিহীন ব্যাটারি রিকশার কারণে তাদের রুটিরুজি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ওই রিট আবেদনের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয়।
কোর্টের ওই আদেশের পর প্রায় প্রতিদিনই ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে আসছিলেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। কয়েক জায়গায় সংঘর্ষও হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।
এ পরিস্থিতিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো: রেজাউল হক ২৫ নভেম্বর হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন। পাশাপাশি ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্ট যে রুল জারি করেছিল, তা এক মাসের মধ্যে নিষ্পত্তি করার আদেশ দেন। এর ফলে রিকশাচালকদের আন্দোলনের আপাত অবসান হয়।

নতুন কোনো ব্যাটারি রিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে সে ব্যাপারে বৈঠকে উপস্থিত সবাইকে সতর্ক করে ট্রাফিক আইন মেনে চলা ও সড়কে শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।
রিকশা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতা নাদিম পরে বলেন, পোস্তগোলা ব্রিজ, বাবুবাজার ব্রিজ, টঙ্গি দিয়ে যে রাস্তা ঢাকায় ঢুকেছে সেসব রাস্তায় এসব বাহন আটকানোর ব্যাপারে পুলিশকে কঠোর হতে বলেছেন তারা। ঢাকা মহানগরীতে লিয়াজোঁ কমিটি গঠন করে পরে তাদের কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল